এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে আজ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, এলজি আর ডি কর্মকর্তা রবীন্দ্রনাথ চক্রবর্তী , মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, আইটি কর্মকর্তা আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শুসান্ত বালা, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ,এম মাসুম, যুগ্ম সাধারন সম্পাদক,বিকাশ রায় সহ প্রমুখ।