1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাব রেজিষ্টারকে গালমন্দ ও দেখে নেওয়ার হুমকি-চেয়ারম্যানের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:০১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী’র তিনটি স্লুইসগেট কৃষকের গলার কাঁটা! পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৬ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত, মানববন্ধনে হুঁশিয়ারি, উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সেনা সদস্য কে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল আবাদে গৌরনদীতে পার্টনার কংগ্রেস চেক ডিজঅনার মামলায় পলাতক লিটন রাড়ী মাদারীপুরে শ্রমিক দল সভাপতি সাকিল হত্যা”বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন পীরগঞ্জে জমিজমা সংক্রান্তে উভয়পক্ষে সংঘর্ষ ও মালামাল লুটপাট লন্ডনে তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশ স্বস্তি এসেছে,  মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির ঈদ পরবর্তী সাংগঠনিক সভা

সাব রেজিষ্টারকে গালমন্দ ও দেখে নেওয়ার হুমকি-চেয়ারম্যানের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ- আগৈলঝাড়ায় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ছিড়ে ফেলায় সাব রেজিষ্টারকে গালামন্দ করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এঘটনায় দলিল লেখকরা দলিল লেখা বন্ধ করেছে। ঘটনা জেলা প্রশাসককে অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাবরেজিষ্টারের বিরুদ্ধে ইউপি সদস্যের উৎকোচের গ্রহনের অভিযোগ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন গিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সাবরেজিষ্টার অফিসে গিয়ে সাবরেজিষ্টার পার্থ প্রতিম মুর্খাজীকে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির দেওয়া প্রত্যয়নপত্র সাবরেজিষ্টার ছিড়ে ফেলায় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে দেখে নেয়ার হুমকি দেয়। এসময় তার সাথে থাকা লোকজন সাবরেজিষ্টারকে বাতিল করা দলিল এক ঘন্টার মধ্যে রেজিষ্টি করার হুমকি দেয়। এঘটনা সাবরেজিষ্টার পার্থ প্রতিম মুর্খাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন ও থানার ওসি গোলাম ছরোয়ারসহ তার উর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এঘটনায় আগৈলঝাড়ার লাইসেন্স প্রাপ্ত ৩০ জন দলিল লেখকরা জানতে পেরে তারা দলিল লেখা বন্ধ করে দেয়। আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের দানিয়াল বিশ্বাসের ছেলে দাতা আনন্দ বিশ্বাস তার ভাই গ্রহীতা অসীম বিশ্বাস ও অনিল বিশ্বাসকে সাড়ে ১১শতাংশ জায়গার দলিল সম্পাদনের জন্য দলিল লেখক অসীম পান্ডের মাধ্যমে দলিল লিখে সাবরেজিষ্টারের কাছে জমা দেয়। সাবজেরিষ্টার পার্থ প্রতিম মুর্খাজী দাতা ও গ্রহীতার পিতার জাতীয় পরিচপত্রে দানিয়াল বিশ্বাসের স্থলে মানিয়াল বিশ্বাস ও মাতা শোভা বিশ্বাসের স্থলে পুতুল বিশ্বাস থাকায় সাবজেরিষ্টার পার্থ প্রতিম মুর্খাজী দলিল সম্পাদন করতে একাধিবার অপারগতা প্রকাশ করে। এঘটনার পরে ওই দাতা ও গ্রহীতা বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির কাছ থেকে একটি প্রত্যয়ন পত্র আনেন। যে জাতীয় পরিচয় পত্রে দাতা ও গ্রহীতার পিতা মাতার ভুল নামে একই ব্যক্তি। এই প্রত্যয়ন পত্র নিয়ে বুধবার বিকেলে আগৈলঝাড়ার সাবরেজিষ্টার অফিসে সাবরেজিষ্টার পার্থ প্রতিম মুর্খাজীর কাছে দলিল সম্পাদনের জন্য জমা দিলে তিনি সেই প্রত্যয়ন পত্র ছিড়ে দলিল লেখক অসীম পান্ডের গায়ে ছুড়ে মারে।

এঘটনায় জানতে পেরে প্রত্যয়ন পত্রের ছেড়া অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সাবরেজিষ্টার পার্থ প্রতিম মুর্খাজী দপ্তরে গিয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি তার দেওয়া প্রত্যয়ন পত্র ছিড়ে ফেলায় ক্ষুব্ধ হয়ে গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দেয়।

বাগধা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হৃদয় রায় প্রদীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বসে উৎকোচের বিনিময়ে পূর্বে দলিল সম্পাদনের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি গালাগাল ও হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমি তাকে বলেছি দেশটি যদি স্বাধীন না হত থাকলে আপনি মোরলগঞ্জের নদী বড়শি বাইতেন, আর আমি চাষাবাদ করতাম।

উপজেলার সাবরেজিষ্টার পার্থ প্রতিম মুর্খাজী প্রত্যয়নপত্র ছিড়ে ফেলার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান এসে আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছে। আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাবরেজিষ্টার ও চেয়ারম্যানের মধ্যে ঘটে যাওয়া ঘটনা জেলা প্রশাসককে জানানোর কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, উভয়কে তার দপ্তরে ডেকে কথা শুনেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com