নিজস্ব প্রতিনিধিঃ-বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (৫ জুন) বিকালে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের খাঁ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোক নেমে এসেছে।
উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খা ছেলে আমির হামজা (৭) ও বাকা খা ‘র ছেলে মো. শফিউল্লাহ (৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের বাড়ি পাশাপাশি।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট গর্তের পানিতে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই গর্তে থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়।
এ ঘটনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।