রফিকুল ইসলাম রাফি,ডাসার উপজেলা প্রতিনিধিঃ-
মানবসেবা সংগঠন এর আনুষ্ঠানিক যাএা শুরু হয়, ২৫আগষ্ট ২০২২ইং তারিখ থেকে। মানবসেবা সংগঠন একটি সেচ্ছাসেবী, সামাজিক, অরাজনৈতিক ও সম্পুর্ন স্বাধীন সংগঠন।
প্রথম পর্বে,মানবসেবা সংগঠন কতৃক সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়, এলাকার ছাএদের নিয়ে মানবসেবা সংগঠন উক্ত সাতার প্রতিযোগিতার আয়োজন করেন।মানবসেবা সংগঠন এর কার্যকরি পরিষদের সকল সদস্যদের সহযোগিতায় সাতার প্রতিযোগিতার আয়োজন শু সম্পুর্ন হয়।
দ্বিতীয় পর্বে, মানবসেবা সংগঠন কতৃক আয়োজিত ক্লাব উদ্ভোদন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গ সহ সংগঠনের সকল সদস্যের অভিভাবকেরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিদের মধ্যে অনেকেই উপদেশ বক্তব্য রাখেন।তাদের বক্তব্য সংগঠন এর শুধু আনুষ্ঠানিক যাএাই হয়নি, তাদের বক্তব্যে কার্যকরি পরিষদের সকল সদস্যের যেমন, অনুপ্রেরণা দিয়েছে তেমনি দিয়েছে শক্তি ও সাহস।।
শেষ পর্বে,মানবসেবা সংগঠন কতৃক আয়োজিত সাতার প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন।যথাক্রমে
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ জলিল হাওলাদার, মোঃ সৈয়দ আলী হাওলাদার (মাষ্টার)
মোঃ লুৎফর হাওলাদারমোঃ সহিদ মাতুব্বর ও মানবসেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরি কমিটির প্রধান মোঃ রফিকুল হাওলাদার।