মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর ৩ আসন কালকিনি ও ডাসার উপজেলার ১৫ টি ইউনিয়ন ও মাদারীপুর সদর উপজেলার আংশিক ৫ টি ইউনিয়ন নিয়ে এই আসনটি,এআসনটিতে পূর্ব থেকেই আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত।
মাদারীপুর-৩ আসনে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,এই আসনে তিনি জনপ্রিয়তার শীর্ষ স্থান অর্জন করে নিয়েছেন।তাই তাকে কালকিনি ডাসার উপজেলার সাধারন মানুষ তাদের প্রিয় নেতাকে এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায়।
স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ ও সাধারন জনগনের দাবী মাদারীপুর ৩ আসনে তাদের প্রিয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে বাদ দিয়ে ড.আবদুস সোবাহান গোলাপকে মনোনয়ন দিলে পাল্টে যেতে পারে এই আসনের ভোটের হিসাব নিকাশ।
তৃণমূল আওয়ামী লীগ ও স্থানীয় সাধারন ভোটারদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনে তাদের প্রিয় কর্মীবান্ধব নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিয়ে পাঠাবেন মাদারীপুর ৩ আসনে।
আওয়ামী লীগের নেতা কর্মীদের আলোচনা-সমালোচনা এখন সর্বত্র। কিন্তু বাহাউদ্দিন নাছিমকে বাদ দিয়ে ড. আব্দুস সোবাহান গোলাপকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে জনগণের মধ্যে।এর ফলে সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে হতাশা।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী জানান, কালকিনির মাটি ও মানুষের জনপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম।
তিনি ২০১৪ সাল থেকে মাদারীপুর ৩ আসনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি মাঠ-ঘাট ও পাড়া-মহল্লায় ঘুরে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছেন।
তিনি আরো বলেন বাহাউদ্দিন নাছিম কে মাদারীপুর ৩ আসনে মনোনয়ন না দিলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিবে। এমন সিদ্ধান্তের কারণে কালকিনি তথা মাদারীপুর-৩ আসনের সর্বত্রই নেতাকর্মীদের মাঝে দেখা দিতে পারে চরম ক্ষোভ ও শোকের ছায়া।
তৃণমূলের সাধারন ভোটার ও নেতাকর্মীরা জানান, কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম ২০১৪ সালে এমপি হয়ে কালকিনি, ডাসারে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তিনি কালকিনি ডাসার এলাকায় জন সমুদ্রের চেয়েও বেশি জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
তিনি আরো বলেন ড.আব্দুস সোবাহান গোলাপ এমপি হয়ে কালকিনি,ডাসার উপজেলার সাধারন জনগনেকে ধোঁকা দিয়েছে,ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিবে বলে লক্ষ লক্ষ টাকা বানিজ্য করেছেন। মানুষের জমি দখল করেছে এবং তার সাথে এই আসনের তৃণমূল নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ফলে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হলে এ আসনের ভোটের হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মন্তব্য করেন সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।
ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল সাংবাদিকদের বলেন, বাহাউদ্দিন নাছিম কালকিনি,ডাসার বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন,তিনি নিজেই প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করে সংগঠনকে চাঙ্গা করে রেখেছেন।
বাহাউদ্দিন নাছিম এর দিকনির্দেশনায় ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্যতা। তার নেতৃত্বে ও পরামর্শে কালকিনি,ডাসার উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডের ঝিমিয়েপড়া আওয়ামী সহযোগী সংগঠন হয়েছে সুসংগঠিত।
তিনি আরো বলেন বাহাউদ্দিন নাছিম একজন কর্মীবান্ধব নেতা কালকিনি ,ডাসারের জনগণ তাকে অভিভাবক হিসেবে জানে এবং তাকে পেয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গর্ববোধ করে। তার মতো নেতা মাদারীপুর ৩ আসনে এমপি হিসেবে জনগণের একান্ত প্রয়োজন। কালকিনি ডাসারে বাহাউদ্দিন নাছিমের বিকল্প নেই। তাই মাদারীপুর ৩ আসনের জনগন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকেই চায়।