মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর এলাকার শাহাদাত ঘরামী হত্যা মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস।
(২৮ আগস্ট) সোমবার দুপুরে অতিরিক্ত ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এর আদালত এ রায় প্রদান করেন।এসময় হত্যা মামলার অভিযুক্ত আসামীরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।
উক্ত ঘটনায় মামলার এজাহারে জানা যায়,২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রাতে মোটর সাইকেল চালক শাহাদাত ঘরামীকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড়দুলালী এলাকার তার নিজবাড়ি থেকে মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন অভিযুক্ত ফজলে,সেন্টু ও মিরাজ নামের আসামিরা।
পরে তারা মাদারীপুর সদর উপজেলার মস্তফপুর এলাকার নির্জন স্থানে এনে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
ঘটনার দুই দিন পরে নিহতের পিতা মোঃ
মোকসেদ ঘরামী বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীগন সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার এজাহার ভুক্ত তিনজন পলাতক আসামীকে অনুপস্থিত মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। এতে প্রত্যেক মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
এবিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান সিং ঘটনার সততা স্বীকার করে বলেন, রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতের এ রায়ে সন্তুষ্ট হয়েছে এবং রাষ্ট্রপক্ষে আমরা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণ করতে পেরেছি আসামিরা ভিকটিমকে হত্যা করেছে।
এদিকে মামলার বাদী নিহত শাহাদাতের পিতা মোকসেদ ঘরামী বিজ্ঞ বিচারকের রায়ের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা চাই আসামিদের ফাঁসির রায়ের আদেশ দ্রুত কার্যকর করা হোক।