1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা : সেনাবাহিনীর হাতে আটক ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে আলিফ অটো রাইস মিলে চাল উৎপাদন পরবর্তীতে বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে বিশ হাজার টাকা জরিমানা মাদারীপুরে উনিশ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেল মোতালেব পুস্তি মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ডাসারে কৃষক দল নেতার দের শতাধিক ফলের গাছ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন আওয়ামীলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত মাদারীপুরের শিবচরে ফেইসবুকে নিউজ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা পারভেজ হত্যার বিচারের দাবিতে আগৈলঝাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা : সেনাবাহিনীর হাতে আটক ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে ইয়াজ্জেম হোসেন রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা শিকার দৈনিক আজকের দর্পন,দি ফিনান্সিয়াল পোস্ট মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান,দৈনিক আজকের বসুন্ধরার ষ্টাফ রিপোর্টারঃ সাইদুর রহমান শওকত,চ্যানেল এস’ শিবচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসাইন।

এসময় সাংবাদিকদের পকেটে থাকা মানিব্যাগ নিয়ে যায়,যার ভেতরে ছিলো নগদ অর্থ, এছাড়াও গলায় থাকা স্বর্নের চেইন,মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে হামলা চালিয়েছে বিএনপি নামধারী ইয়াজ্এজেম হোসেন রোমানের একদল সন্ত্রাসী বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা: ৬,টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার হয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে, বিএনপির নামধারী চাঁদাবাজ ইয়াজ্জেম হোসেন রোমানের হুকুমে কালাম সিপাইর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা সাংবাদিক মীর ইমরানের মোটরসাইকেল গতিরোধ করে,হামলা চালায়। তার পর মীর ইমরানসহ আরো দুই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালায়।

নামধারী বিএনপির নেতা চাঁদাবাজ ইয়াজ্জেম হোসেন রোমানের নেতৃত্বে কালাম সিপাই সন্ত্রাসী দল। পরে ঘটনাস্থল থেকে সু কৌশলে জীবন নিয়ে বেঁচে আসে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক আজকের দর্পন, দি ফিনান্সিয়াল পোস্ট- মীর ইমরান,চ্যানেল এস’ এর নাজমুল হোসাইন,দৈনিক আজকের বসুন্ধরার সাইদুর রহমান শওকত। পরে আহত সাংবাদিক মীর ইমরান শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়।

এই ঘটনায় সাংবাদিক মীর ইমরান বাদী হয়ে শিবচর থানায় কালাম সিপাই,ইয়াজ্জেম হোসেন রোমানসহ ১১ জন ও অজ্ঞাত ৫০-৬০ কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ,মাদক ও বিভিন্ন মালামাল আসামি কালাম সিপাই নামে এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।পরে আটককৃত কালাম সিপাইকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগের পরিপ্রক্ষিতে মামলা রজু করে কালাম সিপাইকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার আসামীরা হলো উপজেলার বাশকান্দি ইউনিয়নের সিপাইকান্দি মির্জারচর গ্রামের মৃত আফতাব সিপাই ‘এর’ ছেলে কালাম সিপাই। ২/পূর্ব মির্জারচর গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে, ইয়াজ্জেম হোসেন রোমান। ৩/ শিপন সিপাই, ৪/ নুরুজ্জামান মোল্লা, ৫/ আফজাল মাদবর, ৬/ মিলন মাদবর,৭/ দেলোয়ার ফকির,৮/ রুবেল, ৯/ আসাদ ফকির, ১০/ রাজ্জাক হাওলাদার, ১১/ মকবুল মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে ।

ঘটনা সূত্রে জানা যায় গত (৬ মার্চ) উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে হাট-বাজারের ইজারা আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান হাট ইজারা পায়। কিন্তু সরকারের ধার্যকৃত ইজারার টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাট দখল করে ৭’টি মুরগীর দোকান থেকে সাত লাখ টাকা দাবি করে রোমানের হুকুমে, কালাম সিপাই,মিলন মাদবরসহ আরো কয়েকজন চাঁদাবাজরা। এ ঘটনা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে,এরপর বিষয়টি জাতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে আলোচিত হয়। সংবাদটি চাঁদাবাজদের বিপক্ষে হওয়াতে বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান ও তার চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীরা ক্ষৃপ্ত হয়ে উঠে সাংবাদিকদের উপর। কয়েকবার মোবাইলে ঐ সংবাদের জের ধরে সাংবাদিকদের হুমকি প্রদান করে বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com