মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিবেদকঃ-বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দুই দফা দাবিতে মাদারীপুরে বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন করছেন।
কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাদারীপুর জেলা জর্জ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন মাদারীপুর জেলা জজ আদালতের কর্মচারীরা। এসময় কর্মবিরতিতে মাদারীরের বিচার বিভাগীয় সকল কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছি। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। আমাদেরকে বদলী করে মহামান্য হাইকোর্ট বিভাগ। আমাদেরকে বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কোনো অভিভাবক নেই।
তাই কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ, আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়,তাহলে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুয়ায়ী আন্দোলন করতে বাধ্য হবো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত উল্লাহ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।