মোঃ হেমায়েত হোসেন খান,নিজেস্ব প্রতিনিধিঃ– (২৫ আগস্ট)২০২৩ ইং তারিখ শুক্রবার রাত্র ২২:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সদর থানা এলাকার পেয়ারপুর এলাকার ভেরি বাধের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর থানা এলাকার পেয়ারপুর ইউনিয়নের মোল্লার হাট বেরি বাধ এলাকার আবু কালাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ঠান্ডু বেপারী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের গাছবারিয়া গ্রামের আলাউদ্দিন বেপারীর ছেলে মোঃ ঠান্ডু বেপারী (৪০) গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঠান্ডু বেপারীর নিজের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামী ঠান্ডু বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।