মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স মাদারীপুর।সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম,বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে,একটি অভিযানিক দল চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার (৩অক্টবার) ২০২৩ ইং তারিখ বিকাল ৩.৪৫ ঘটিকার সময় এস আই আব্দুর রশিদ (নিঃ) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রাজৈর থানার বাজার এলাকার গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এর সামনের পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মিরাজ মাতুব্বার নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের,কোদালিয়া এলাকার সিরাজুল ইসলাম মাতুব্বারের ছেলে- রিয়াজ মাতুব্বার(২৬) গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ৪শতপিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী রিয়াজ মাতুব্বার এর বিরুদ্ধে রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।