মাদারীপুরের ডাসারে বরিশাল খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারের ইটেরপুল থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপার পর্যন্ত বরিশাল খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন স্থনীয় প্রভাবশালীরা।
আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমন্দী, ধুলগ্রাম, পাথুরিয়ারপার বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বরিশাল খালের উপরে শতাধিক নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন সড়কের পাশে বরিশাল খালের জমি দখল করে কাচা,পাকা দোকানঘর নির্মাণ করেছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
সেইসব দোকানঘর ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে, সেনাবাহিনী ও ডাসার থানা পুলিশের সহ-যোগীতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শতশত স্থাপনা। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ঈদ পর্যন্ত সময় দেওয়া হয়েছে,এরপরেও তারা স্থাপনা শরিয়ে নেয়নি, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।