ইউসুফ আলী জুলহাস স্টাফ রিপোর্টার প্রতিদিনের ক্রাইম বরিশালঃ-
বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।বরিশাল জেলা প্রশাসন- সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর স্বপন কুমার মুখার্জি, উপ পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় অফিসার এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আলহাজ্ব মোঃ নুরুল আলম।এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও প্রবীন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক প্রবীণ দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।