মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার বিজয়ের লক্ষ্যে গণসংযোগ, পথসভাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছে দিতে দিন রাত কর্মীদের ভালোবাসায়র সিক্ত হচ্ছেন নড়াইল সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এমপি। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন বি এম কবিরুল হক (মুক্তি) এমপি।আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেপুনরায় সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নড়াইল- ১আসনের আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীরা।
পহরডাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাবেক, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মোকারম হোসেন (হিরু) বলেন, নড়াইল ১- আসন বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ থেকে নড়াইল ১-আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে নড়াইল -১ আসনে দুই বার মনোনয়ন প্রদান করেন। দুই বারই বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে হাল ধরে রেখেছেন তিনি।তৃণমূল আওয়ামী লীগ কে শক্তিশালী করার মাধ্যমে নড়াইল আওয়ামী লীচ দূর্গ গড়ে তুলছেন এমপি মুক্তি।
পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম সিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনা নড়াইল -১ আসন পুনরায় করিরুল হক মুক্তি এমপি কে মনোনয়ন দেবেন আমাদের তৃণমূলের নেতাদের আশা। বি এম কবিরুল হক মুক্তি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কে পুনরায় ক্ষমতায় আনতে নড়াইলে নিয়মিত গণসংযোগসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরছেন।
পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাইজিদ মোল্লা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গোটা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আমাদের নড়াইল -১আসনে চাপাইল সেতু, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,কমিউনিটি ক্লিনিক সহ আমাদের ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন অগণিত পাঁকা রাস্তা নির্মাণ করেছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) এমপিকে সংসদে দেখার আশা করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিজয়ের লক্ষ্যে নড়াইল- ১ আসন নিশ্চিত করতে এমপি মুক্তি পুনরায় আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশা করছে স্থনীয় নেতা-কর্মীরা।