
তাড়াশ উপজেলার প্রতিনিধি মো:মুনসুর আলীঃ-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টার আর নেই।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ২ ঘটিকার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চাকরৌহালী গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ভোরের কাগজ ও দৈনিক সানসাইন পত্রিকার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা প্রতিনিধি ছিলেন।
এলাকাবাসী জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ সাংবাদিক আকছেদ আলী মাস্টার দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন।তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। স্বজনদের সান্ত্বনা দিতে যান শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।আজ রাত ৮ ঘটিকার সময় নওগাঁ ইউনিয়নের দেবীপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।