1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে শিল্পপতি পরিচয় দিয়ে চলতেন আবেদ আলী"হতে চেয়েছেন উপজেলা চেয়ারম্যান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৫২|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে উনিশ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেল মোতালেব পুস্তি মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ডাসারে কৃষক দল নেতার দের শতাধিক ফলের গাছ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন আওয়ামীলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত মাদারীপুরের শিবচরে ফেইসবুকে নিউজ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা পারভেজ হত্যার বিচারের দাবিতে আগৈলঝাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মাদারীপুরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের বাচ্চা চুরি

ডাসারে শিল্পপতি পরিচয় দিয়ে চলতেন আবেদ আলী”হতে চেয়েছেন উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- সরকারি কর্ম কমিশনের (পিএসসি”র) গাড়ির চালক হিসেবে কর্মজীবন শেষে অবসরে গেছেন সৈয়দ আবেদ আলী জীবন (৬০)।

সৈয়দ আবেদ আলী জীবনের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা এলাকায়।

ডাসারে তিনি মানুষের কাছে শিল্পপতির পরিচয় দিয়ে চলতেন। সেই পরিচয়ে তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেছিলেন।

অপকর্মে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতির পদ থেকে স্থায়ী ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারন সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পদ থেকেও সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অব্যাহতি দেয় ছাত্রলীগ।

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি”র) দুই জন উপপরিচালক, দুজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

তারা প্রশ্নফাঁস করে’ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সৈয়দ আবেদ আলী মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা।

এবিষয়ে স্থানীয়রা আরো জানান, অভাবের তাড়নায় ২০ বছর আগে সৈয়দ আবেদ আলীর মা এলাকায় ভিক্ষা করতেন।

অভাবের তাড়নায় জীবিকার তাগিদে মাত্র ৮ বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়। সেখানেই ছোটখাটো নানা কাজ করতেন।

একপর্যায়ে তিনি গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। রিয়েল এস্টেটের ব্যবসা করে এই সম্পদ অর্জন করেছেন বলে দাবি করতেন তিনি। গ্রামে তাঁর দুই ভাই এলাকায় কৃষিকাজ, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই বছর যাবৎ সৈয়দ আবেদ আলীকে নিজ এলাকায় দেখছেন স্থানীয় বাসিন্দারা।

আবেদ আলী ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান। এ জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এলাকার গরিব-দুঃখীদের দানখয়রাতের পাশাপাশি পোস্টারও সাঁটিয়েছেন। দুই বছর আগে গঠিত ডাসার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

ডাসার উপজেলার স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বলেন, আবেদ আলী নিজ গ্রামে প্রায় ৬ কোটি টাকা খরচ করে বিলাসবহুল তিনতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এ ছাড়া সরকারি জায়গা দখল করে তাঁর গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন দুই কোটি টাকার ও বেশি দামের জমি। তাঁর ঢাকার মিরপুর ও শ্যামলীতেও রয়েছে বলে শুনেছেন।

স্থানীয় রাজনীতির মাঠে-ময়দানে দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী ও তাঁর ছেলে সৈয়দ সোহানুর রহমান (সিয়াম)। বাবা-ছেলে এলাকায় দুহাত ভরে দানখয়রাত করেন। যার ছবি-ভিডিও নিজেদের ফেসবুকে দিয়ে ভাইরাল করেন নিজেরাই।

ডাসার এলাকার বাসিন্দা আতিকুর ইসলাম বলেন, গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে ১০০ জনকে এক কেজি করে গরুর মাংস বণ্টন করেন সোহানুর রহমান সিয়াম। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে। সোহানুর রহমান শুধু একটি গাড়ি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করেন। সবেই দামি, ঝকঝকে। পড়েছেন ভারতের শিলংয়ে। তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। তিনি ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদেও আছেন।

আবেদ আলীর হঠাৎ এমন উত্থান দেখে রীতিমতো হতবাক ডাসার উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান হাওলাদার। বলেন, আবেদ আলীর দলীয় পদ নেই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। শুনেছেন, তিনি ডাসার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাঁর ব্যানার-ফেস্টুন রাস্তাঘাটে দেখেছেন।

তিনি আরো বলেন, ‘আবেদ আলী মূলত ঢাকায় থাকত। শুনেছি, সরকারি গাড়ি চালাত। অনিয়মের কারণে তার চাকরি গেছে। পরে হঠাৎ শুনি ঢাকার বড় ব্যবসায়ী হয়ে গেছে। মাঝেমধ্যেই এলাকায় এসে গরিব মানুষের মধ্যে টাকাপয়সা বিলাত, খাবার দিত। মানবিক কাজ করে সে সবার কাছে অন্যভাবে পরিচিত হতে চেয়েছিল।

অপকর্মে জড়িত থাকার অভিযোগে সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতির পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন ও সাধারন সম্পাদক সৈয়দ অনিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পদ থেকেও সোহানুরকে অব্যাহতি দেয় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com