মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসারে বালু উত্তলনকারী অবৈধ বলগেট ড্রেজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে (ভ্রাম্যমান আদালত) ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ।
(২১আগস্ট)সোমবার সকালে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পাওয়ার হাউজ,রেন্ডিতলা ও ডাসার ইউনিয়নের আশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ্য ড্রেজার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা ও পনের টি পাইপ গুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন,দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় বিভিন্ন যায়গায় অবৈধভাবে নদী থেকে বলগেটে করে অবৈধ্য বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু বিক্রয় করে আসছিলো একটি কুচক্রী মহল। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে
এই অভিযানে ডাসার ইউএনও কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সুশীল সমাজের মানুষ।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যহত থাকবে। বালু উত্তোলনে জড়িতদের আইনের আওতায় আনা হবে।