স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন।“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে বরিশালের গৌরনদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ পালিত।
০৬ অক্টোবর শুক্রবার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ টিপু সুলতান, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহু পিকলু, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।।