স্টাফ রিপোর্টার, শামীমুর রহমান শামীম,আগৈলঝাড়াঃ-বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইলিশ মাছ বিক্রেতাকে ৩ হাজার জরিমানা করা হয়েছে। এবং জব্দকৃত ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। সরকারী নিষিদ্ধ থাকার পরেও গতকাল শুক্রবার সকালে উপজেলা রাজিহার ইউনিয়নের চেঙ্গগুটিয়া বাজারে ইলিশ মাছ বিক্রি করে আসছিলেন রাজিহার গ্রামের কেদার নাথ ভক্তের ছেলে তপন ভক্ত ।
সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা তপন ভক্তকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এবং তার কাছ থেকে জব্দকৃদৎত ৩০ কেজি ইলিশ মাছ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলমসহ প্রমুখ।