বিশেষ প্রতিনিধি, ইউসুফ আলী জুলহাসঃ- বরিশালের হিজলায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌকা মার্কার মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখোর পরিবেশে বেলা দুইটার দিকে সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ড. শাম্মী আহমেদ বলেন জনগণের শক্তিই আসল শক্তি।
তিনি আরো বলেন এখন থেকে এই অঞ্চল আর অবহেলিত থাকবে না। যদি কেউ মারামারি বা হানাহানি করার চেষ্টা করে সে যদি আমার নিজের সন্তানও হয় তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল লতিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দীপু, সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সরদার, মেমিনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।