আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদীতে প্রায় (১০) মিনিটের ব্যবধানে পৃথক পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনায় কোন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী,গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ ( ২৭- জুন) বৃহস্পতিবার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ও বিয়জপুর এবং আগৈলঝাড়া রোড মোল্লা বাড়ীর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক পৃথক তিনটি সড়কদুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, এগারোটার সময় আশোকাঠী প্রশিকা অফিসের সামনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আলআমিন পরিবহন ও ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অন্তরা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২-১৩ জন আহত হয়। এর কিছু সময়ের ব্যবধানে গৌরনদীর বিজয়পুর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন জন, অপরদিকে গৌরনদী ও পয়সারহাট সড়কের মোল্লা বাড়ী বাসস্ট্যান্ডে ট্রাক ও গোল্ডেনলাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত হয় প্রায় ১২-জন যাত্রী।
গুরুতর আহত যাত্রীদের চিকিৎসা দিতে, বরিশাল শেরে বাংলা হসপিটালে পাঠিয়ে দেওয়া ও অন্যান্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।