গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুনঃ-বরিশালের গৌরনদীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পদমর্যদা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও নিরবিক্ষণ কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামিম,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বিপ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।