নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ- নিজ বাসা থেকে গাঁজাসহ প্রশাসনের হাতে আটক হন মাদক ব্যবসায়ী মাইনুল ঘরামীকে (৩৫) সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ অর্থদন্ড ও ১৫দিনের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত মাইনুল ঘরামী জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত নুরু ঘরামীর ছেলে।
অভিযানের নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মোঃ ফাইজুল ইসলাম হৃদয় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে ২০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মাইনুল ঘরামীকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের আদালতে আশিষ কুমারের আদালতে সোর্পদ করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারকৃত মাইনুল তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক আসামি মাইনুল ঘরামীকে পাঁচশ’ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ডের রায় ঘোষনা করেন।ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ গ্রেপ্তারকৃতকে বরিশাল জেলহাজতে প্রেরণ করেছেন।