মোঃ রায়হান উদ্দিন রুবেল।স্টাফ রিপোর্টার।মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভূরঘাটার মজিদ বাড়ী বারেক মুন্সির মার্কেটে আল এহসান পাঞ্জাবী টেইলার্স এন্ড ফ্রেবিক্সে দেশী ও বিদেশী উন্নত মানের আতরের সমাহার। যেখানে প্রায় ১০০ প্রকারের ও বেশি আতর পাওয়া যায় যা গুনগত মান ও স্থায়িত্ব শতভাগ কার্যকরী।এখানে আরাবিয়ান ওদুদ, সালমা, আরাবিয়ান সুইচ, জাফরান, কস্তুরির মত আরো ও ভিন্ন ভিন্ন সুগন্ধের ও পারফিউম টাইপের আতর পাওয়া যায়।
আতরের পাশাপাশি দক্ষ কারিগর দ্বারা হাতের কাজ সহ উন্নত মানের মেশিনের মধ্যমে সব ধরনের পাঞ্জাবি তৈরী করা হয় ও উন্নত মানের শতভাগ মান সম্মত পাঞ্জাবির কাপড়, টুপি, পাগড়ী, গেঞ্জি, মেসওয়াক বিক্রয় করা হয়৷
উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোঃ রাশেদুল ইসলামের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ ১২ বছর যাবত তিনি এই ব্যবসা করে আসছেন তবে পূর্বে তিনি একই ব্যবসা ঢাকায় করতেন। কিন্তু বর্তমানে রাজদি একটি নূরানী মাদ্রাসায় শিক্ষকতা করার সুবির্ধাথে তিনি এখানে ১ বছর যাবত সুনামির সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন।
জনাব হাফেজ মোঃ রাশেদুল ইসলাম আরেও বলেন, ভবিষ্যৎ আমি আরও দামী ও উন্নত মানের আতর বিক্রিয় করব ইনশাআল্লাহ কারন আমি এখানে ব্যবসা করে বুঝতে পারছি মানুষ এখন আর টাকার জন্য আর ভাল মানের মান সম্মত আতর ও কাপড় কিনতে দ্বিধাবোধ করে না ; সবাই চায় টেকসই ও মান সম্মত প্রোডাক্ট। কারন এখন মানুষের চাহিদার মান পরিবর্তন হয়েছে সবাই সচেতন।
পরিশেষে তিনি আরো ও বলেন সবাই আমার ও আমার ব্যবসায়ের জন্য দেয়া করবেন আর এক বার সুযোগ হলে আমার প্রতিষ্ঠানে ঘুড়ে যাবেন৷