কালকিনি, ডাসার প্রতিনিধিঃমিরাই বিদেশী ভাষা শিক্ষা সেন্টারের উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে সর্বপ্রথম বেসরকারি ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে জাপানীজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। আজ শুক্রবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ লাইব্রেরি সংলগ্ন কৃষি ব্যাংকের পিছনে এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রশিক্ষনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়।
কালকিনি জাপানীজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা কোরিয়ার প্রবাসী ও বাংলাভিশন টিলিভিশনের কোরিয়া প্রতিনিধি ইজাজুল হক এবং জাপান বিশ্ববিদ্যালয় প্রশিক্ষক রাসেল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক এবং ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফরুল হাসান, এশিয়ান টিভির ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম নয়ন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসান, সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, আলীনগর ইউনিয়নন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠননের সভাপতি বি এম রাজিব হোসেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুল সোবাহান খান ও কালকিনি ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা ইউসুফ আলী মিয়াসহ অনেকে।