মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ-বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত মানবিক সহায়তা টেডটিন ও চেক বিতরন করা হয়েছে।
১০ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গুঠিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ আওরঙ্গজেব হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন সাতলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সরদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, সভা শেষে ৯৩ পরিবার ও ৭ টি প্রতিষ্ঠানকে মোট ১০০ বান্ডিল টেউটিন ও ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।