নিজস্ব প্রতিবেদকঃ- জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মাহবুবুর রহমান মিয়ার পৈত্রিক ও ক্রয় সুত্রে ভোগ দখলিয় জমিতে অবৈধ অনুপ্রবেশ ও বিরোধের জেরে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও প্রতিকার পাওয়ার লক্ষ্যে গত ৪ এপ্রিল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।উক্ত মোকদ্দমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা উজিরপুর থানার নিকট প্রেরণ করেন। থানা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক বিবাদীদের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে শিকারপুর ইউনিয়নে বিএনপির সভাপতি আব্দুর রব মিয়ার নেতৃত্বে তার ভাতিজা গৌরনদী আওয়ামীলীগ নেতা,গৌরনদীর সাবেক মেয়র হারিস বাহিনীর ক্যাডার আওয়ামীলীগের দোষর মো: মাহাফুজ মিয়া ও একই বাড়ির সালাউদ্দিন মিয়া ও সন্ত্রাসীরা একত্রিত হয়ে বিগত ৬ মে ভুক্তভোগী মাহবুব মিয়ার জমির বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ হাজার টাকা মূল্যর গাছ কেটে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী মাহবুবুর রহমান বাধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে চলে যায় এবং যাবার সময় ছোট বড় মোট ২৫ টি গাছ ভেঙে ফেলে। ভুক্তভোগী মাহবুবুর রহমান জীবন রক্ষার্থে বসত ঘরে বন্দি অবস্থায় তদন্তকারী কর্মকর্তাকে ফোন দিয়ে অবহিত করলে তিনি বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী মাহবুব রহমান । আদালতে মামলা দেয়ার পরেও দুইবার গাছ কেটে নিয়ে যায় রব বাহিনী।এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান বলেন আমার ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে বিএনপি নেতা আব্দুর রব মিয়ার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মাহফুজ আমার গাছ কেটে নিয়ে যায়। এমতাবস্থায় আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অভিযুক্তদের বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে আব্দুর রব ও মাহফুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে