মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ-ঢাকা মহানগরীর লালবাগ এলাকা হতে শরীয়তপুরের কুখ্যাত বোমাবাজ,বোমা প্রস্তুুতকারী,বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ০১ জন এজহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব-১০, লালবাগ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুখ্যাত বোমাবাজ,বোমা প্রস্তুুতকারী,বোমা ফাটিয়ে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার এজাহারনামীয় আসামী আফজাল সরদার (২৪)’কে ঢাকা জেলার লালবাগ থানাধীন ৬০/১, ইসলামবাগ ওয়াটার ওয়ার্কস রোড, স্টাফ কোয়ার্টাস জামে মসজিদের পূর্ব পাশের র্পাঁকা রাস্তার উপর হতে গত ২৪ আগস্ট রাত ১০৪৫ ঘটিকার সময় গ্রেফতার করাহয়।
ঘটনার বিবরণে জানা যায় উক্ত আসামী ও তার সহযোগীরা গত ১১ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ৯ ঘটিকার দিকে ভুক্তভোগী আলাউদ্দীন তালুকদারের পরিবারের উপর হাত বোমা,রামদা,ছেনদা ও লোহার রড দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়।
এতে লোহার রডের আঘাতে কয়েক জন কে মারাত্মক জখম করে এবং পরবর্তীতে হাত বোমা ফাটিয়ে একজন ভুক্তভোগীর ডান হাতের পাঁচটি আংগুল ও অপর একজনের পায়ের উরু এবং পায়ের আংগুল অত্যন্ত নারকীয় ভাবে জখম হয়।
এসময় আসামী আফজাল সরদার এর নাগেরপাড়া নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে কিছু হাত বোমা লুকিয়ে রেখে ঢাকায় পালিয়ে আত্মগোপন করে থাকেন।
এমতাবস্থায় গত ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত্র আনুমানিক ৩ ঘটিকায় আসামীর লুকিয়ে রাখা হাত বোমা তার নিজ বসত বাড়ির ভিতরে বিস্ফোরিত হয়ে তাদের বাড়ির চাল উড়ে যায়।
আসামীদের রক্ষিত উক্ত বোমা বিস্ফোরিত হয়ে বাড়ি ঘড় পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব ৮, সিপিসি ৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব ১০, লালবাগ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করেন।
র্যাব-৮ মাদারীপুর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে উক্ত আসামীকে ঢাকা মহানগরীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাদারীপুর র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।