মোঃ হেমায়েত হোসেন খানঃ-মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোটার্স ইউনিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসন,পুলিশ বিভাগ,কলেজের অধ্যক্ষ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতি নেতৃবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, সংবাদপত্রের সম্পাদক বৃন্দ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনপ্রতিনিধ, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন,হাফেজী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী,মসজিদের ইমাম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের নিয়ে কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
(১৫ আগস্ট) মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৮.৩০ মি:সময় পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পাথুরিয়ারপাড় বাজার মীর সুপার মার্কেটে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডাসার উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সহ-সভাপতি সাহিদ খন্দকার ও এমদাদুল হক কাজল, সার্বিক পরিচালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহাগ,
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ,
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু দূলর্ভানন্দ বাড়ৈ,ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা কালাচান সরদার,
এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দা ইশরাত ইমাম,বিশেষ আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশীদ,ও বাংলাদেশ সংবাদ পত্র পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক, দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম আহাম্মেদ।
মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়াকুব খান শিশির,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মনির হোসেন বিলাশ, উপদেষ্টা এস এম তানবীর।
মুভি বাংলা নিউজ এর শিবচর প্রতিনিধি- মীর ইমরান,কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসরাফুর রহমান হাকিম, সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান, প্রচার সম্পাদক রমিজ আল হাসান,সমাজ সেবা সম্পাদক তরিকুল ইসলাম সুজন, সাহিত্য বিষয়ক সম্পাদক আকতার হোসেন,কার্যাকারী সদস্য ইব্রাহিম সবুজ, সবুজ খান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম হানিফ,এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান, মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক নাসির উদ্দিন নাহিদ, প্রচার সম্পাদক দুর্জয় আব্বাস, সদস্য এমদাদ শেখ,বালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মতিন মোল্লা, মাদারীপুর জেলা মেম্বার এসিসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ রেজাউল খন্দকার,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের এই ভূখন্ডের জন্ম হতো না, আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে পথ চলতে শিখেছি এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সব সময় দোয়া করব।
দোয়া ও মোনাজাত শেষে দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।