মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে মাফিয়া মিলন মাতুব্বারের বিচারের দাবিতে শনিবার (৬ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিবিয়ায় মাফিয়া মিলন মাতুব্বার ও মাফিয়া মোঃ শরীফের অমানুষিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী মোঃ রাজিব, আরিফ ও হাবিব নামের তিন যুবক কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান,
মাফিয়া মিলন আমাদের ইতালি নেয়ার প্রলোভন দখিয়ে লিবিয়াতে নিয়ে মাফিয়া মিলনের নির্দশে একটি বন্দি শিবির ঘরে আটক রেখে টাকার জন্য দিন রাত চালানো হয় দফায় দফায় নির্যাতন। নির্যাতনের ভিডিও দেখিয়ে আমাদের তিনটি পারিবারের কাছ থেকে আদায় করে নেয় ৪৫ লক্ষ টাকা।
পরবর্তীতে আমাদের তিন জনকে ৩৩ লক্ষ টাকার বিনিময়ে লিবিয়ায় অবস্থানরত মাফিয়া চক্রের ডন মোঃ শরীফ এর কাছে বিক্রি করে দেয় মাফিয়া মিলন।
পরে আমরা মাফিয়া চক্রের ডন শরীফকে ৩৩ লাখ টাকা মুক্তিপন দিলেও সে আমাদের ইতালিতে না পাঠিয়ে তাদের বন্দি শালায় আরো ১১ মাস আটক রেখে নির্যাতন চালায়। পরে আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতায় লিবিয়া পুলিশের মাধ্যমে গত ২৬ শেখ জানুয়ারী ২০২৪ ইং তারিখে ৩৭৩ জন বাংলাদেশে ফিরে আসি। এর মধ্যে আমরা তিন জনসহ ৭০ জন মাদারীপুরের বিভিন্ন উপজেলা বাসিন্দা।
এবিষয়ে ভূক্তভূগিরা আরো বলেন আমরা দেশে ফিরে মাফিয়া চক্রের ডন মিলন মাতুব্বর সহ তিন জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছি।
ডাসার থানা পুলিশের এসি এস এম শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এস আই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে রাজৈর থানার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে মাফিয়া চক্রের ডন মিলন মাতুব্বারকে গ্রেফতার করেন,গ্রেফতারকৃত আসামী মিলন বদরপাশা গ্রামের শাজাহান মাতুব্বরের ছেলে।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে আরো জানান,ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার আঃ ছালাম সরদারের ছেলে রাজিব হাসান, একেই এলাকার ফরহাদ সরদারের ছেলে হাবিব সরদার,আয়নাল সরদারের ছেলে আরিফ সরদার, মুকুল খানের ছেলে আরিফ খান, সোবহান বেপারীর ছেলে জুয়েল বেপারী, ধুলগ্রাম এলাকার অমল চন্দ্র দাসের ছেলে অমিত দাস সহ ৪০ জন তরুন যুবকদের প্রতিজনের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা করে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাফিয়া চক্রের ডন মিলন মাতুব্বর।
নির্যাতনের শিকার আরিফ সরদার বলেন, আমাদের লিবিয়াতে আঁটকে রেখে অমানুসিক নির্যাতন করেছে। নির্যাতনের ফলে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরছিল। মাফিয়া মিলন আমাদের ঠিকমত খাবার দিতেন না। মিলন আমাদের জিম্মি করে তিন পরিবারের কাছ থেকে দফায় দফায় ৪৫ লক্ষ টাকা নিয়েছে।
এবিষয়ে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলায় মিলন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে কান্না জড়িত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে মাফিয়া চক্রের ডন মিলন মাতুব্বরের বিচারের দাবিতে জরুরী হস্তক্ষেপ কামনা করেন।