সফিকুল ইসলাম রানাঃ-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির বিশ্ব জয়ের সারথি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনি আজ আমরা দেশের উন্নয়নের দিকে তাকিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম না হলে উন্নয়নশীল দেশের গর্বিত নাগরিক হতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে প্রতিষ্ঠিত হবে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব চিন্তাকে আজ বাস্তব রুপ দেওয়া হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় টিসিবির পন্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১কেটি ভোক্তাদের ফ্যামিলি প্যাকেজে দিচ্ছে। এতে দেশের পাঁচ কোটি মানুষের কষ্ট কমবে।
ছেংগারচর পৌর মেয়র আরিফউল্ল্যা সরকারের সভাপতিত্বে ও পৌর কাউন্সিল শাহজাহান মোল্ল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, কাউন্সিলর মান্নান বেপারী।