তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ-বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা জেলা কার্যালয় এর আয়োজনে এবং তেরখাদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২১ নভেম্বর সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মসূচি ২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপ-পরিচালক রেবেকা খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস।সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ” জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”।