মোঃ শাহাবুদ্দিন সেলিম
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবিপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে বকুলের দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে,কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অবসর), কিডনি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী। ডাঃ এ.কে.এম. মনোয়ারুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধীন বকুলকে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করা হচ্ছে তার প্রতি সপ্তাহে ডায়ালাইসিস ও ঔষধ বাবদ খরচ হচ্ছে ৮-১০ হাজার টাকা। চিকিৎসক বলেছেন, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে,এ জন্য ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা দরিদ্র বকুলের পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। বকুল বলেন আমার বৃদ্ধ বাবা-মার যা কিছু অর্থ সম্পদ ছিল সব শেষ করে মানুষের দারে হাট বাজারে হাত বাড়াচ্ছে। আমি বাচঁতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।
সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ বকুল হাসান, হিসাব নং 4217601017285,সোনালী ব্যাংক, 01650029291 ( বিকাশ) 01778142437 (নগদ)