সফিকুল ইসলাম রানাঃ-আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারি রিটার্ণিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের কাছ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সোহবাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক গাজী ইকবাল কবীর, পৌর জাতীয় যুব সংহতির আহ্বায়ক নুরুল হুদা।