আতাউর রহমান চঞ্চল,প্রতিদিনের ক্রাইম ডেক্সঃ- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বরিশাল গৌরনদী উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।গৌরনদীর আইন শৃঙ্খলা রক্ষার্থে গত মঙ্গলবার থেকে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালনসহ সর্বাধিক কড়া নজর রাখছেন।
উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা হামমাদ বিন হোসাইন জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য গত ৩১ অক্টোবর থেকে উপজেলার তিনটি গুরুত্বপূর্ন স্থানে দায়িত্ব পালন করে আসছেন আনসার ও ভিডিপির ১৫ সদস্যরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। তিনি আরও জানান, জনগনের জান মাল ও সরকারী সম্পদ রক্ষায় আপাতত তিনদিন দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে আরো বাড়ানো হবে।