সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম এ ২০ নভেম্বর ২০২৩ খ্রী সহকারী শিক্ষক শ্যামল বারোই( অর্থ সম্পাদক কাব স্কাউট ইউনিট মতলব উত্তর) এর উপস্থাপনায় কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ ড্রামসেট ট্রাঙ্ক ও সংশ্লিষ্ট উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
সভাপতি বাংলাদেশ স্কাউট মতলব উত্তর শাখা। সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু হানিফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুলু, অনুষ্ঠান কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে শুরু করেন, তেলোয়াত করেন, সহকারী শিক্ষক এম এ ওয়াদুদ চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।গীতা পাঠ করেন সুজন চন্দ্র সরকার হিজলা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখ রঞ্জন বিশ্বাস কমিশনার বাংলাদেশ স্কাউট মতলব উত্তর শাখা। সম্পাদক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, কাব লিডার হিসেবে বক্তব্য দেন শাহাজাহান মিয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আপনাদের স্কাউটের যে উপকরণ আজ সরকারি ভাবে দেওয়া হলো তা হেলায় নষ্ট করবেননা, এগুলো যেনে বুজে শিখে ব্যবহার করতে হবে, আর এই উপকরণ পাওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনাদের বাচ্চাদেরকে স্কাউট এর আওতায় আনবেন কারণ স্কাউট বাচ্চাদের মেধা বিকাশে কাজ করে, মানসিক উন্নতি ঘটায়, শরীর ও মন সুস্থ সবল রাখে, শরীর চর্চার কাজেদেয় আরো ইত্যাদি।
তিনি আরো বলেন স্কাউট শুধু পোশাকে থাকলেই হবেনা সমাজ ও দেশের কাজে আশতে হবে।এই যে এখন আপনারা সমাজের পরিস্কার পরিছন্নতা, মশা নিধন, গরিব শীতার্তদের পাশে দরানো ইত্যাদি কাজে এগিয়ে আশতে পারেন। তিনি বলেন আজ মতলব উত্তর উপজেলার একশ ত্রিশটি (১৩০)প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার ও সামগ্রী বিতরণ করা হলো এর যথাযথ মর্যাদায় ব্যবহার করবেন বলে আমি মনে করি।
প্রধান অতিথির কাছ থেকে স্কাউট সামগ্রী ও পুরুস্কার গ্রহন করেন স্কাউট কমিশনার বাংলাদেশ সুখরঞ্জন বিশ্বাস ও ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহানাজ। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন। সহকারী শিক্ষক শাহ আলম যুগ্ম সম্পাদক স্কাউট মতলব উত্তর শাখা,সহকারী শিক্ষক রাজিব উদ্দিন ঢালী, সহকারী শিক্ষক ও কাব লিডার মহসিন মিয়া, সহকারী শিক্ষক আলিম মিয়া,সহকারী শিক্ষক সাইফুল।