নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ- জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি বাংলা ভাই সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে।
ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করবে। এই এলাকার ৫০ হাজার নেতা—কর্মীকে নির্যাতন করে রামশীল পাঠাবে। বাড়ির গাছ, ঘের—পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না।
গতকাল সোমবার বিকেলে জাতির পিতার শৈশবে অধ্যায়ন করা সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের বিশেষ বর্ধিত সভায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন।
তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ আমলে দেশের সার্বিক উন্নয়ন তথা দক্ষিনাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশ সেবায় শেখ হাসিনকে আবার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ১৫ আগষ্ট হত্যাকান্ডের একটা পটভুমি ছিল স্বাধীনতার মহা নায়ক জাতির পিতার পরিবারকে সমুলে হত্যা করে দেশের মানুষের আশা আকাংখাকে ধ্বংস করা। জাতির পিতার সেই হত্যাকারীরা লন্ডনে বসে সাংবাদিক সম্মেলন করে নিজেদের জাহির করলেও জিয়া ক্ষমতায় এসে তাদের পৃষ্ঠপোষকতা করে হত্যার বিচার কার্যক্রম আইন পাশ করে বন্ধ করে দিয়েছিল।
সেই জিয়ার দল এখন মুখে গনতন্ত্রর কথা বলে, যা তাদের মুখে মানায় না। বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জসিম সরদার, মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মমতাজ বেগমসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ও এফবিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সভাপতি সেরনিয়াবাত কামরুজ্জামান মো.আজাদ,সাধারন সম্পাদক মো.সহিদ তালুকদার,গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।