উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের নতুন ভবনে গভীর রাতে নাশতার চেস্টায় অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।বেলা ২ টায় ঢাকা – বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরে ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করে ,এ সময় স্হানীয় এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে ৭ নেতা কর্মীকে আটক করে । তাদের কাছ থেকে ৬ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ।
স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান জানান,বিভিন্ন দিক দিয়ে শিবির কর্মীরা এসে ঝটিকা মিছিল বের করে । খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ , ওসি তদন্ত তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের এস আই মেহেদী হাসান , তরুণ কুমার , এ এস আই মৃদুল, মুসাসহ তাদেরকে ধাওয়া করে ৭ ছাত্রশিবিরের নেতাকর্মীকে আটকসহ ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন ।
এ ছারা রাত পৌনে ৪ টায় উপজেলা পরিষদের ভবনের পিছনে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে পরিসংখ্যান অফিসের পিছনে কয়েকটি গ্লাস ভেঙ্গে যায় । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান বিদ্যুৎতের শর্টসার্কিট বা দুর্বৃত্তদের আগুন কিনা তদন্তের পরে বলা যাবে ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান,দুপুর ২ টার দিকে ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিল মহাসড়কের নতুন শিকারপুর নামক বাসস্ট্যান্ডে বের করে নাশকতা ও অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালায় তখন স্থানীয় জনতার সহায়তায় আমরা মিছিলটি ছত্রভঙ্গ করে ভাঙচুর সহ নাশকতার হাত থেকে জানমাল হেফাজত করতে সক্ষম হই।
এ সময় ৬ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি।ধাওয়া করে জাহিদুল ইসলাম ,গোলাম কিবরিয়া, মাহাবুব ফকির, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাইমুন তালুকদার, মেহেদী হাসান আবু সাঈদ হাওলাদারকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, আটককৃত সকলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উপজেলার ভবনে নাশকতা কিনা তদন্ত করে দেখা হবে।