
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
অবৈধ ভাবে ইতালিতে মানব পাচারের মামলায় নারীসহ দুই আসামিকে বরগুনা জেলার আমতলী থেকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে বরগুনা জেলার আমতলী থানার পশ্চিম চিলা এলাকার মোঃ ছালাম হাওলাদার ও সুমি বেগম নামে দুই মানবপাচারকারী মামলার আসামিদে কে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়,আসামীগন আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য,তারা ভিকটিম ইয়াসিন ও হেদায়েত মিয়াকে ইতালিতে নেওয়ার জন্য ২০ লাখ টাকা করে দুইজনে ৪০ লাখ টাকা দিলে ভালো ভিসা দিয়ে ইতালিতে পাঠিয়ে দিবে।
পরে ভুক্তভোগীরা আসামিদের কথা বিশ্বাস করিয়া জনপ্রতি ২০ লাখ টাকা করে দিতে রাজি হয় এবং ধার দেনা করিয়া ভিকটিম ইয়াসিন ও হেদায়েতকে ইতালিতে পাঠানোর বাবদ প্রথমে নগদ ৫ লাখ করে ১০ লাখ টাকা নগদ দেয়,পরে ভিকটিমদের লিবিয়ায় নিয়ে গেম দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩০ লাখ টাকা নেয়।
আসামিদের কথা অনুযায়ী তাদের দাবিকৃত ৪০ লক্ষ টাকা পরিশোধ করার পরেও ভিকটিমদের মাফিয়াদের কাছে বিক্রি করে আরো ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আসামীরা ভুক্তভোগীদের কাছ থেকে পর্যায়ক্রমে ৬৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়, তার পরেও ভিকটিমদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগী হাছিনা বেগম জানান, আমার ছেলে হেদায়েতকে লিবিয়ায় মাফিয়ারা আটকিয়ে শারীরিক নির্যাতন করে এবং গুম করে ফেলবে বলে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় আরো ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র।আমি এই দালালদের বিচার চাই।
এ ঘটনায় ভুক্তভোগী হাছিনা বেগম (৩৫) বাদী হয়ে মানবপাচার দমন বিশেষ ট্রাইব্যুনালে আদালত মাদারীপুরে আব্দুল কালাম হাওলাদার সহ ৫ জনকে আসামি করে একটি মানবপাচার মামলা দায়ের করেন।
পরবর্তীতে ডাসার থানায় মামলাটি নিয়মিত রুজু করে সেই মামলায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে ডাসার থানার পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ছালাম হাওলাদার(৫০) ও সুমি বেগম (৩৫)কে বরগুনা জেলার আমতলী থানায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করে মাদারীপুর জেলা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ এহ-তেশামুল ইসলাম জানান,মানব পাচার ও দমন আইনের মামলায় একজন নারী আসামিসহ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা ব্যাহত রয়েছে।