বি.এম.হানিফ,কালকিনিঃ- সিনিয়র স্কেলে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেল ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের হোসেনে আরা শাপলা। এর আগে সহকারী কমিশনার ভূমি অফিসার হিসেবে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় ১ বছর কর্মরত ছিল এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় লক্ষিছড়ি উপজেলা ১ বছর কর্মরত ছিল।
এই পদোন্নতির ফলে তিনি এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫ ষষ্ঠ গ্রেডে বেতন ভাতা পাবেন।বাবাঃ মোহাম্মাদ ওমর আলী সাবেক কাস্টমস কর্মকর্তা,বাড়ি যশোর সদরের পাল বাড়ি বাসস্ট্যান্ড। স্বামীঃ নজরুল ইসলাম একই ৩৬তম বিসিএস ট্যাক্স ক্যাডারে কর্মকর্তা,বাড়ি:মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার উত্তর রাজদী গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে।
গত বুধবার এই সিনিয়র সচিব হোসেনে আরা শাপলার পদোন্নতি বিষয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।