সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার পিতা মৃত ছাদেম মন্ডলের ছেলে
সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন টোকন কে প্রকাশে প্রাণনাশের হুমকি দিয়েছে আফজাল (বিষু পাঠা)। অভিযোগ সূত্রে জানা যায়, আবজাল (বিষু পাটা) সে একজন সুদি কারবারি, মাদক ব্যবসায়ী, মদ ও জুয়ার আসর পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। জানা যায়, মোঃ শিহাব উদ্দীন(টোকন) নাটোর লালপুর উপজেলার শ্রীরামগাড়ী ৯ নং ওয়ার্ড এবি ইউনিয়ন এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন সততার সাথে।
শিহাব উদ্দীন টোকন জানান প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে তিনি লালপুর ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের আবেদমোড় বাজারে গেলে সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে আবজাল বিষু আমাকে ফোন করে অবস্থানের কথা জেনে নেয়। তার কিছুক্ষণ পরে সরাসরি আমার সামনে এসে দেখে আমি আবেদ মোড় ওয়ালটন শোরুমে বসে আছি সেখানে তিনি গিয়ে প্রকাশ্যে লোকজনের সামনে আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
সেই সময় ফোন রেকর্ড ও প্রত্যক্ষদর্শী দের থেকে জনা যায়, ৫০ লক্ষ্য টাকা খরচ হলেও সাংবাদিক শিহাব উদ্দীন টোকন কে হত্যা করবেন বলে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী আবজাল বিষু।
সাংবাদিক শিহাব উদ্দিন টোকন কে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাটোর লালপুরের সাংবাদিক মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দসহ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ এবং দ্রুত প্রাণনাশের হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সংগঠনের পক্ষ থেকে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছি ঘটনার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।