গৌরনদী প্রতিনিধি,এ,এস,মামুনঃ- এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে দুই উপজেলার সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মন্ত্রী পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ।
বুধবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র হারিছুর রহমান, ইউএনও আবু আবদুল্লাহ খান, শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সহ জনপ্রতিনিধি, চেয়ারম্যানবৃন্দ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা। সভার শুরুতেই সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।