সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটি হাটে অবস্থিত মেসার্স মুনিফ এন্টারপ্রাইজ নামের এক হার্ডওয়ারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের সব মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দোকানের মালিক শামসুল আলম সেলিম জানান, গত ২৯ নভেম্বর রাত ৭টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ফোন দিয়ে জানান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এরই মধ্যে দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস জানায়, বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের ফলে ব্যবসায়ী শামসুল আলম সেলিম নিঃস্ব হয়ে গেছেন।