মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবাদক মাদারীপুরঃ- মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বি পি এম-বার পিপি এম এর দিক নির্দেশনায় রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড আল্লাহর দান রেস্তরার সামনে থেকে (২৬ আগস্ট) শনিবার বিকাল ৫.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পাঁচশত পিস ইয়াবাসহ রমেন্দ্র নাথ @ রমেন সরকার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের সাতপাড়(দক্ষিন পাড়া) এলাকার মৃত্যু রশিদ লাল সরকার এর ছেলে ইয়াবা ব্যবসায়ী রমেন্দ্র নাথ সরকার @রমেন সরকার(৫৫)কে ৫০০ শতপিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এসময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই (নিরস্ত্র) ফরহাদ রাহী,মীর বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান কাচ্চি বিরিয়ানী রেস্তোরাঁর সামনে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে রমেন্দ্রনাথ সরকার @ রমেন সরকারকে পাঁচশত পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ধৃত আসামীকে উপস্থিত জন সাধারন মানুষের সমনে তল্লাশি করে উক্ত আসামী রমেন সরকার তাহার পরিহিত প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে ৩টি নীল রংয়ের জীপার প্যাকেটে মোট
(২০০+২০০+১০০)=৫০০(পাঁচশত) পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যাহা বিধি মোতাবেক জব্দ করা হয়।
এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা ও মামলা রুজু করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।