মোঃ কামাল হোসেন,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।পুলিশ সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে বড় আকারে তিনটি ছাদবাগান করেছেন বাহিনীর সদস্যরা। এরই মধ্যে গাছে ফলন হয়েছে। ছাদ বাগান দেখতে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বিষমুক্ত ছাদ বাগানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। ছয় মাসের মধ্যে গাছে ফলন দেখে দারুণ খুশি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
ছাদ বাগান ঘুরে দেখা গেছে, থোকা থোকা ঝুলছে লেবু, ডালিম, পেয়ারাসহ নানা রকম ফল। এই দৃশ্য মাদারীপুর পুলিশ লাইনের ভেতরের তিনটি ছাদ বাগানের। ছাদ বাগানে বিনোদন পেতে শিশু-কিশোরসহ নানা বয়সের পর্যটক আসছে প্রতিদিনই। আর বিষমুক্ত এমন ছাদ বাগান মুগ্ধ করে দর্শনার্থীদের।
সুপ্রিয়া ঘোষ নামে এক দর্শনার্থী বলেন, ছাদের উপর এমন মনোমুগ্ধকর বাগান দেখে ভালোই লাগছে। প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন ফল ও ফুলের বাগান হলে প্রকৃতি নতুন রূপ পাবে।
সুলতানা আরেফিন নামে আরেক দর্শনার্থী বলেন, মন ভালো করার জন্য ফুল ও ফলের বাগান দুটিই সুন্দর। পুলিশ লাইনের ভেতর ছাদ বাগানের এমন দৃশ্য মনকে টেনে আনছে। তাই তো ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি।
এবিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাগানটি পরিচর্যাকারীর প্রধান মোঃ মনিরুজ্জামান ফকির বলেন, খালি জায়গাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাদ বাগানের উদ্যোগ নেওয়া হয়।এতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। অল্প খরচে এমন সুন্দর বাগান করা সম্ভব।
মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন,বাগান থেকে সংগ্রহ করা ফল বিতরণ করা হয় বাহিনীর সদস্যদের মাঝে। এতে বাড়ছে কাজের গতিও।
মাল্টা, বারোমাসী আম সহ ফর্মালিন মুক্ত দেশি-বিদেশি অর্ধশত ফলের গাছ রয়েছে পুলিশের ছাগ বাগানে। ইচ্ছা থাকলে প্রতিটি বাসা-বাড়ির ছাদে এমন বাগান করা সম্ভব। এতে একদিকে পুষ্টির চাহিদা মিলবে, অন্যদিকে বিনোদনে যোগ হবে নতুন মাত্রা।