নিজস্ব প্রতিবেদক,উজ্জল হোসেনঃ-মাদারীপুরে আরহাম নামে ৮ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গিয়েছে।ঘটনার বিবরনে মারা যাওয়া শিশুর বাবা জানান,বৃহস্পতিবার দুপুরে আরহাম তার বাবা-মা সহ পরিবারের সাথে মাদারীপুর শহরের ডনোভান স্কুল সংলগ্ন এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য আসেন।
একপর্যায়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করা অবস্হায় ডনোভান স্কুলের পুকুরের পানিতে পড়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরহাম কে মৃত ঘোষণা করে।মৃত আরহাম (৮), কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী এলাকার আমির হোসেন এর পুত্র।