হামিদ খান রনি স্টাফ রিপোর্টার–মাদারীপুর জেলার ডাসারে ব্যাটারী চালিত অটো ভ্যানসহ শিপন বেপারী নামের এক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে (২৭সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখ বুধবার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী
এলাকা থেকে ইঞ্জিন চালিত অটো ভ্যান
চুরির সময় গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়।আটকৃত আসামী কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দলী এলাকার মৃত্যু আব্দুল বেপারীর ছেলে আন্ত জেলা চোর চক্রের সদস্য শিপন বেপারী (৩০)
আটককৃত আসামী শিপন বেপারীর বিরুদ্ধে ৩৭৯/৩৮০/৪১২ ধারায় মামলা রুজু করা হয়।যাহার ডাসার থানার মামলা নং ০৭ তারিখ ২৮/০৯/২০২৩ ইং গ্রেফতারকৃত আসামীকে (২৮সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,(২৭সেপ্টেম্বর)রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকা থেকে অটোভ্যান চুরির সময় তাকে চোরাই অটো ভ্যানসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে খোঁজনিয়ে জানা যায় আসামী শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা সহ বিভিন্ন জেলা- উপজেলায় অটোভ্যান চুরি করে,তার রং পরিবর্তন করে ভ্যাটারিসহ অটোভ্যানের বিভিন্ন মালামাল বিক্রি করেন। এলাকা সূত্রে জানা যায়,শিপন বেপারী একজন পেশাদার অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,আসামি শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।তিনি বিভিন্ন জেলা উপজেলা থেকে একাধিক অটোভ্যান চুরি করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।