সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নর কালির বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার সকালে কালির বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়তে গিয়ে শেষ হয়।
বাগান বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সতীষ চন্দ্র বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিব দেওয়ান, উপজেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিলন সরকার, সহ সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুম প্রধান, আওয়ামী লীগ নেতা হালিম সরকার , জাহাঙ্গীর সরকার, মোঃ নান্নু সরকার, জাহাঙ্গীর মেম্বার, চাঁন মিয়া মেম্বার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, দুলাল সরকার।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
হরতালের নামে মতলব উত্তরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।