উজ্জ্বল মাতুব্বর,প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাট ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয় বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে মাঠে। অনেক সময় পানিতে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বেশ কয়েক বছর ধরেই এ অবস্থা চলছে। দীর্ঘদিনের এ সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও সুফল মেলেনি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়সহ আশপাশ তলিয়ে যায়।
মাঠে হাঁটুপানি জমে থাকে। অনেক সময় শিক্ষার্থীরা কাদা-পানি ভরা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়। আবার পানি টান দিলে ঘাস পচে দুর্গন্ধ ছড়ায়। পাঠদান কার্যক্রম ব্যাহত হয় হচ্ছে।১২ অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বছরের পর বছর এ অবস্থা চলতে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয় কিছুটা বিমুখ হয়ে পড়ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন`আমি কেবল তিন মাস হয় বিদ্যালয় যোগদান করেছি তারপরও ইউএনও মহোদয় ও সভাপতিকে জানিয়েছি তারা আশ্বস্ত করেছে মাঠ ভরাট করে দেবে।
আমরা কথা বললে শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মাঠে পানি জমে থাকায় জাতীয় সংগীত, পিটি, প্যারেড প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।