হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে শিল্পকলা একাডেমীতে এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন,বিএনপির কথা আর কেউ বিশ্বাস করে না। তাদের কথা শুনলে এখন ঘোড়াও হাঁসাহাসি করে,
বাংলাদেশে তাদের কথার কোন দাম নেই। যে কারণে তারা এখন বিদেশী প্রভুদের কাছে কান্নাকাটি করছে।
বৃহস্পতিবার (১২অক্টবার)২০২৩ ইং বেলা ৩ টার দিকে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
আ ফ ম বাহাউদ্দিন নাসিম আরো বলেন ,‘বিএপির রাজনীতি হলো খুনের রাজনীতি। তারা এদেশের মানুষের কল্যাণ চায় না। যে কারণে নির্বাচন আসলেই তারা তাল-বাহানা শুরু করে। এখন বিএনপির কাজ শুধু প্রতিদিন বিদেশীদের কাছে নালিশ দিয়ে যাত্রা শুরু করে।
কিন্তু বিদেশীরা তাদের কথা কেউ বিশ্বাস করে। ফলে তাদের কথা শুনলে ঘোড়াও হাঁসাহাসি করে। তাদের কথার কোন দাম নেই। তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায় কিন্তু সেটা বাস্তবায়ন হবে না।
তারেক জিয়ার সর্ম্পকে বাহাউদ্দিন নাছিম বলেন,এক সময়ে খালেদার পুত্র তারেক জিয়াকে মার্কিন রাষ্ট্রদূতরা বলতো, মিস্টার টেন পারসেন। এখন তিনি বিদেশে বসে দেশের মানুষকে জ্ঞান দেয়। যে ছেলে মুচলেকা দিয়ে এদেশে রাজনীতি করবে না বলে চলে গেছে, সে আবার রাজনীতি শেখায়। সবই হাস্যকর মনে হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বাহাউদ্দিন নাছিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাাদরীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সভাপতিত্বে ছিলেন, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চোদকার। এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদার,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।