মানুষ ভালো হলে পুলিশও ভালো হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা বলেছেন, পুলিশ আপনাদের প্রতিফলন। সবকিছুই মানুষের ওপর নির্ভর করে। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন।
শনিবার (২ নভেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি কমিউনিটি সেন্টারে খামারিদের সঙ্গে চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান ডিসি শাকিলা সোলতানা।
তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে করতে পুলিশ ভালো হয়। আবার আপনাদের সঙ্গে কাজ করতে করতে পুলিশ বিরূপ মন্তব্যের শিকারও হয়। তাই মানুষ ভালো হলে পুলিশও ভালো হবে। সুতরাং অপরাধীদের ধরার সুবিধার্থে সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা যায়।
কর্ণফুলী উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ছালেহ জহুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৈয়বুল আলম আঙ্গুরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নগর পুলিশের এডিসি (বন্দর) মুকুর চাকমা, কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেনসহ বিভিন্ন ব্যক্তিরা। এছাড়াও খামারিরা উপস্থিত ছিলেন।